ব্রেকিং:
রাণীনগরে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু রাণীনগরে প্রশিকার গাছ বিতরণ পত্নীতলায় শিক্ষার্থীদের নামে চাঁদাবাজি, যুবক আটক নওগাঁয় সপ্তাহের ব্যবধানে ধানের দাম কমেছে মনে ১০০ টাকা নিয়ামতপুরে খাল খননে ভাগ্য বদলে দিয়েছে কৃষকের রাণীনগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নওগাঁ দর্পন
সর্বশেষ:
রাণীনগরে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু রাণীনগরে প্রশিকার গাছ বিতরণ পত্নীতলায় শিক্ষার্থীদের নামে চাঁদাবাজি, যুবক আটক নওগাঁয় সপ্তাহের ব্যবধানে ধানের দাম কমেছে মনে ১০০ টাকা নিয়ামতপুরে খাল খননে ভাগ্য বদলে দিয়েছে কৃষকের রাণীনগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
২৩৯

নওগাঁয় জিনিয়াস অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪  


‘নিজেকে জানবো, দেশকে মানবো, বিশ্বকে চিনবো’- এমন প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে প্রথমবারের মতো জিনিয়াস অব দ্যা ইয়ার-২৪ প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

বুধবার (২১ আগস্ট) বেলা ১১টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসিম আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মহীদুল হাসান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর এ.এফ.এম বজলুল কবীর।

প্রতিযোগিতা শুরু হয় ফেব্রুয়ারি মাসে। যেখানে ১৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তিন ধাপের প্রতিযোগিতার মাধ্যমে আজ চূড়ান্ত পর্ব হয়। চূড়ান্ত পর্বে জিনিয়াস অব দ্যা ইয়ার হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী রিমন হোসেন এবং রানার্স আপ হন অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী রূপা আক্তার। এছাড়া সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনাল পর্বের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

রিমন হোসেন বলেন, আমার জীবনের সবচেয়ে বড় অর্জন এটি। ভাবি নাই জিনিয়াস অব দ্যা ইয়ার হতে পারবো। এমন আয়োজন আমাদের জ্ঞান বিকাশে সহায়তা করে। প্রতিবছরই যেন এমন আয়োজন করা হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসিম আলম বলেন, জ্ঞান বিকাশ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেন আমাদের বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে যায় সে লক্ষ্যেই জিনিয়াস অব দ্যা ইয়ারের আয়োজন। আমি মনে করি এমন আয়োজনের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা মেধার লড়ায়ে সামনে এগিয়ে যাবে।

প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান বলেন, এমন আয়োজন আমাদের কলেজে এবার প্রথম। আশা করি অন্যান্য বিভাগগুলোও এমন আয়োজন করবে। কোটা প্রথা মুক্ত বাংলাদেশে এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সহায়তা করবে।

জিনিয়াস অব দ্যা ইয়ারকে সার্টিফিকেট, ক্রেস্ট এবং এক হাজার টাকার প্রাইজবন্ড দেওয়া হয়।

নওগাঁ দর্পন
এই বিভাগের আরো খবর