ব্রেকিং:
রাণীনগরে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু রাণীনগরে প্রশিকার গাছ বিতরণ পত্নীতলায় শিক্ষার্থীদের নামে চাঁদাবাজি, যুবক আটক নওগাঁয় সপ্তাহের ব্যবধানে ধানের দাম কমেছে মনে ১০০ টাকা নিয়ামতপুরে খাল খননে ভাগ্য বদলে দিয়েছে কৃষকের রাণীনগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নওগাঁ দর্পন
সর্বশেষ:
রাণীনগরে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু রাণীনগরে প্রশিকার গাছ বিতরণ পত্নীতলায় শিক্ষার্থীদের নামে চাঁদাবাজি, যুবক আটক নওগাঁয় সপ্তাহের ব্যবধানে ধানের দাম কমেছে মনে ১০০ টাকা নিয়ামতপুরে খাল খননে ভাগ্য বদলে দিয়েছে কৃষকের রাণীনগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
২১৩

রাণীনগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪  

নওগাঁর রাণীনগরে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার(১৬ আগস্ট) দুপুরে রাণীনগর-আত্রাই মহাসড়কের রাণীনগর রেলগেটের ছোটব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই নারী সিএনজির যাত্রী ছিলেন বলে জানা গেছে।

তার কোন নাম পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ রয়েছে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে রেলগেট এলাকা থেকে একটি মোটরসাইকেল আত্রাইয়ের দিকে যাচ্ছিল। আর সিএনজি আসছিল আত্রাইয়ের দিক থেকে। রাণীনগর রেলগেটের ছোটব্রিজ এলাকায় পৌঁছালে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষ বাঁধে। এতে সিএনজির ওই নারী যাত্রী ও মোটরসাইকেল চালক অমিত গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। আর উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল চালক আমিতকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

চিকিৎসক জানান, মৃত ওই নারীর নাম পরিচয় পাইনি। যারা হাসপাতালে নিয়ে এসেছেন তারাও বলতে পারেনি। কেউ তার মরদেহ নিতেও আসেনি।

রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত অজ্ঞাত ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

নওগাঁ দর্পন
এই বিভাগের আরো খবর