ব্রেকিং:
রাণীনগরে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু রাণীনগরে প্রশিকার গাছ বিতরণ পত্নীতলায় শিক্ষার্থীদের নামে চাঁদাবাজি, যুবক আটক নওগাঁয় সপ্তাহের ব্যবধানে ধানের দাম কমেছে মনে ১০০ টাকা নিয়ামতপুরে খাল খননে ভাগ্য বদলে দিয়েছে কৃষকের রাণীনগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নওগাঁ দর্পন
সর্বশেষ:
রাণীনগরে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু রাণীনগরে প্রশিকার গাছ বিতরণ পত্নীতলায় শিক্ষার্থীদের নামে চাঁদাবাজি, যুবক আটক নওগাঁয় সপ্তাহের ব্যবধানে ধানের দাম কমেছে মনে ১০০ টাকা নিয়ামতপুরে খাল খননে ভাগ্য বদলে দিয়েছে কৃষকের রাণীনগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
২৮২৮

৫ শিল্প মালিকের কর নথি অনুসন্ধানে এনবিআর

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪  

আর্থিক খাতে বড় কেলেঙ্কারি করেও যারা দীর্ঘদিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে, সেই শিল্পমালিকদের কর ফাইল অনুসন্ধানে নামছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এস আলম গ্রুপের সাইফুল আলম, বেক্সিমকোর সালমান এফ রহমান, সামিটের আজিজ খান, নাসার নজরুল ইসলাম মজুমদারসহ পাঁচ শিল্পমালিকের আয়কর সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান শুরু হচ্ছে।

এনবিআর সূত্র জানায়, আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের আয়কর ফাইলে অনিয়মের বিষয়ে তদন্ত এরই মধ্যে শুরু হয়েছে। ব্যাংক লেনদেনের তথ্য, কর নথিতে দেখানো সম্পদের পাশাপাশি বেনামি সম্পদও খোঁজা হবে। এর আগে সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে কর অঞ্চল-১৫। কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আয়কর সংক্রান্ত বিষয়ে এস আলমকে সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। এসব বিষয়েও তদন্ত হবে বলেও নিশ্চিত করেছে সূত্র। এ ছাড়া এনবিআরের এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান। আওয়ামী সরকারের আমলে দেশের আর্থিক খাতের অলিখিত নিয়ন্ত্রক সালমান এফ রহমান বর্তমানে জেলে আছেন। ঋণ কেলেঙ্কারি থেকে শুরু করে পুঁজিবাজারের নিয়ন্ত্রণ ছিল তার হাতে। এবার তার নামে-বেনামে থাকা সম্পদের তথ্য অনুসন্ধান করবে এনবিআর। এ ছাড়া আয়কর ফাইলে তার দেওয়া তথ্য নিয়েও অনুসন্ধান হবে।

তবে এ বিষয়ে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্ট সেলের (সিআইসি) মহাপরিচালক খাইরুল ইসলাম কালবেলাকে বলেন, শিল্প গ্রুপের মালিকদের আয়কর সংক্রান্ত বিষয়ে এখনো আমরা কাজ শুরু করিনি। নির্দেশনা পেলে কাজ শুরু করব।

সূত্র আরও জানায়, এনবিআরের অনুসন্ধানের আওতায় আসছেন সিঙ্গাপুরের শীর্ষ ধনী সামিটের আজিজ খান। তার আয়কর নথি, ব্যাংক লেনদেনের তথ্যসহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড খতিয়ে দেখবে এনবিআরের গোয়েন্দা ইউনিট। এ ছাড়া অনুসন্ধানের আওতায় আসছে নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদারের কর ফাইল। তিনি কীভাবে সম্পদ অর্জন করেছেন বা কী পরিমাণে সম্পদ কর ফাইলে দেখিয়েছেন, সেসব বিষয় যাচাই-বাছাই করে দেখা হবে। আরেকজন শিল্পপতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এনবিআর কর্মকর্তারা জানান, এসব গ্রুপের মালিকদের সম্পদের তথ্য খতিয়ে দেখা হবে। রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় এসব গ্রুপ ও মালিকদের বিরুদ্ধে গত এক দশকে শক্ত অবস্থান নেয়নি এনবিআর। গ্রুপগুলোর কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট ও শুল্ক ফাঁকির অভিযোগে ছোট ছোট মামলা হলেও কখনো পূর্ণাঙ্গ তদন্ত করা সম্ভব হয়নি। বিপুল সম্পদ ও বিলাসবহুল জীবনের কারণে দেশজুড়ে পরিচিত এসব গ্রুপের কর্ণধাররা। কিন্তু তাদের অনেকেই কখনো সেরা করদাতার তালিকায় জায়গা পাননি। এসব গ্রুপের উদ্যোক্তারা আত্মগোপন কিংবা পলাতক থাকলেও তদন্তে প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন আয়কর কর্মকর্তারা।

নওগাঁ দর্পন
এই বিভাগের আরো খবর