ব্রেকিং:
রাণীনগরে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু রাণীনগরে প্রশিকার গাছ বিতরণ পত্নীতলায় শিক্ষার্থীদের নামে চাঁদাবাজি, যুবক আটক নওগাঁয় সপ্তাহের ব্যবধানে ধানের দাম কমেছে মনে ১০০ টাকা নিয়ামতপুরে খাল খননে ভাগ্য বদলে দিয়েছে কৃষকের রাণীনগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নওগাঁ দর্পন
সর্বশেষ:
রাণীনগরে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু রাণীনগরে প্রশিকার গাছ বিতরণ পত্নীতলায় শিক্ষার্থীদের নামে চাঁদাবাজি, যুবক আটক নওগাঁয় সপ্তাহের ব্যবধানে ধানের দাম কমেছে মনে ১০০ টাকা নিয়ামতপুরে খাল খননে ভাগ্য বদলে দিয়েছে কৃষকের রাণীনগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
২১১৭

আহতদের পুনর্বাসন করা হবে

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ। গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান। আহত ব্যক্তিদের জন্য মন্ত্রণালয়ে একটি শাখা খোলা হবে বলেও জানান তিনি।

শারমিন মুরশিদ বলেন, হাসপাতালের রেজিস্ট্রার (নিবন্ধন) থেকে এ আন্দোলনে আহত-নিহতদের তথ্য নিয়ে সবার ডেটাবেজ (তথ্যভান্ডার) তৈরি করা হবে। আহতদের পুনর্বাসনের জন্য যা যা করা দরকার, সমাজকল্যাণ মন্ত্রণালয় নৈতিকতার জায়গা থেকে করবে। বাচ্চাদের যদি নিরাপদ জীবন দিতে না পারি, তাহলে আমরা অকৃতজ্ঞ জাতি হব।

তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ তরুণদের নিয়ে এখনই ভাবতে হবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে যেমন ভোলা যায় না, তেমনি ২০২৪-এর নতুন বাংলাদেশের স্মৃতিও মুছে ফেলা যাবে না। আমরা নিহতদের ভুলতে দেব না। যে বাচ্চারা নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছে, তাদের নিরাপদ জীবন দিতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হবে। এই বাচ্চারা সুস্থ না হলে, পুনর্বাসিত না হলে আমরা ভালো থাকব না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যত প্রকল্প রয়েছে, যত প্রোগ্রাম রয়েছে, এখন থেকে এই বীর বাচ্চাদের ফোকাস করে নেওয়া হবে।

 

শারমিন এস মুরশিদ হাসপাতাল পরিদর্শনকালে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি আহতদের সুচিকিৎসার জন্য যা যা দরকার, তা করার অঙ্গীকার ব্যক্ত করেন। আহত ব্যক্তিদের প্রতি কর্তব্যরত চিকিৎসকদের সুচিকিৎসা ও আন্তরিকতার জন্য তাদের ধন্যবাদ জানান। উপস্থিত সাংবাদিকদের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের তথ্য দেওয়ার অনুরোধ জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ সফিকুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. খালেকুজ্জামান, সহকারী পরিচালক আশরাফুল আলম, আবদুর রহমান ও আবদুস সামাদ।

নওগাঁ দর্পন
এই বিভাগের আরো খবর