ব্রেকিং:
রাণীনগরে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু রাণীনগরে প্রশিকার গাছ বিতরণ পত্নীতলায় শিক্ষার্থীদের নামে চাঁদাবাজি, যুবক আটক নওগাঁয় সপ্তাহের ব্যবধানে ধানের দাম কমেছে মনে ১০০ টাকা নিয়ামতপুরে খাল খননে ভাগ্য বদলে দিয়েছে কৃষকের রাণীনগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নওগাঁ দর্পন
সর্বশেষ:
রাণীনগরে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু রাণীনগরে প্রশিকার গাছ বিতরণ পত্নীতলায় শিক্ষার্থীদের নামে চাঁদাবাজি, যুবক আটক নওগাঁয় সপ্তাহের ব্যবধানে ধানের দাম কমেছে মনে ১০০ টাকা নিয়ামতপুরে খাল খননে ভাগ্য বদলে দিয়েছে কৃষকের রাণীনগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
১২৩

সংসদ ভবনে আবর্জনার স্তূপ, পরিষ্কার করলেন শিক্ষার্থীরা

প্রকাশিত: ৬ আগস্ট ২০২৪  

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর গণভবনের মতো জাতীয় সংসদ ভবন এলাকাতেও ভাঙচুর ও লুটপাট চালিয়েছে উৎসুক জনতা। এ কারণে পুরো এলাকায় ময়লা-আবর্জনার স্তূপ জমে যায়। এমন পরিস্থিতিতে সংসদ ভবন এলাকা পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনের ভেতরে ও বাইরে মানিক মিয়া এভিনিউতে পরিষ্কার কার্যক্রম চালিয়েছেন তারা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরাও পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা বলেন, দেশ আমাদের, দেশ রক্ষা করার দায়িত্বও আমাদের। কিছু মানুষ জেনে কিংবা না জেনে জাতীয় সংসদ ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। তাই আমরা ছাত্রসমাজ পরিষ্কার কার্যক্রম চালাচ্ছি।

সরেজমিন দেখা গেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী হাতে হ্যান্ড গ্লাভস, ঝাড়ু, বেলচা ও কালো পলিথিন নিয়ে সংসদ ভবনের আশপাশের পরিষ্কার করছেন। যদিও সংসদের মূল ভবন বন্ধ থাকায় ভেতরে পরিষ্কার করা যায়নি বলে জানান তারা।

এছাড়া উৎসুক জনতা সংসদ ভবন প্রাঙ্গণে প্রবেশ করতে চাইলে দক্ষিণ গেটে একদল শিক্ষার্থী তাদের বাধা দেন। উৎসুক জনতাকে ভেতরে প্রবেশে বাধার পাশাপাশি বুঝানোর চেষ্টা করছেন তারা। বিআকেল ৫টার দিকে সংসদের ভেতরের এলাকায় পরিষ্কার কার্যক্রম শেষ করে দক্ষিণ প্লাজার সামনের সড়ক পরিষ্কার করেন শিক্ষার্থীরা।

এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংসদ ভবন পরিষ্কারের আহ্বান জানিয়েছেন। এরপর থেকেই শিক্ষার্থীরা পরিষ্কার কার্যক্রম শুরু করেন। অনেক স্বেচ্ছাসেবী পরিষ্কারের কাজ করছেন। এটা আমাদেরই সম্পদ।

আরেক শিক্ষার্থী বলেন, সকাল থেকেই এখানে পরিষ্কারের কাজ করছি। আন্দোলন সফল হওয়ার পর পরিষ্কারের কাজটি বেশ আনন্দের সঙ্গেই করছি। আমরা এখান থেকে গণভবনে যাবো। সেখানেও পরিষ্কার কার্যক্রম চালানো হবে।

নওগাঁ দর্পন
এই বিভাগের আরো খবর